বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন জালাল উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন বিশ্বাস মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ৩ মার্চ তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদান পূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জালাল উদ্দিন বিশ্বাস ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আইন কলেজ হতে এলএলবি ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে।

অর্থসূচক/এনএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.