জেএমআই হসপিটাল রিক্যুইজিটের আইপিওতে ৮ গুণ বেশি বিনিয়োগকারীর আবেদন

চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে দেশীয়  প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (২০ মার্চ) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কার্যালয়ে শেয়ার বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রো-রাটা ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এতে প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন ৫১ অথবা ৫২টি শেয়ার এবং প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ৫৮ অথবা ৫৯টি শেয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৭৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে ৬৪৯ কোটি ১৩ লাখ ২১ হাজার ৪০০ টাকার। প্রয়োজনীয় বিনিয়োগ আবেদনের তুলনায় যা প্রায় ৮ দশমিক ৬৫ গুণ। শেয়ার বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আমিন ভূঁইয়া এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক।

এছাড়াও জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী শহীদুল হক এফসিএমএ, ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া এবং লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, আমাদের দেশে চিকিৎসা সরঞ্জাম খাত নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ আছে। আর এই জায়গায় গত দুই দশকের বেশি সময় ধরে জেএমআই কাজ করে যাচ্ছে। করোনাকালে আমাদের সব শিল্প প্রতিষ্ঠান একদিনের জন্যও বন্ধ হয়নি। একমাত্র দেশিয় প্রতিষ্ঠান হিসেবে জেএমআই সিরিঞ্জ চলমান করোনাপ্রতিরোধী গণটিকাদান কর্মসূচিতে সিরিঞ্জ সরবরাহ করছে।’

মো. আবদুর রাজ্জাক আরও বলেন, ‘জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নানা ধরণের চিকিৎসা সরঞ্জাম তৈরি হচ্ছে। যেগুলো দেশের বাজারে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই, এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন, তাঁরা কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি-এর ৭৯৯তম সভায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার অনুমোদন দেয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পায়।

অর্থসূচক/আরএমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.