ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

সারা বিশ্বে করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। প্রায় সব দেশেই পড়েছে এর কালো থাবা। বৈশ্বিক এই মহামারি ঠেকাতে বিভিন্ন দেশ নানারকম ব্যবস্থা নিয়েছে।

নিউজিল্যান্ড আজ (২৫ মার্চ) মধ্যরাত থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশজুড়ে ওই জরুরি অবস্থা জারি করেছেন।

স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে স্কুল এবং সব ধরনের অফিস-আদালত। জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘এই মহামারিকে আর সামনে অগ্রসর হতে দেয়া যাবে না। এটি কার্যকর করতে আমরা আজ মধ্যরাত থেকে চার সপ্তাহের জন্য আত্মগোপনে চলে যাব’।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে কেউ কোনো ভুল করবেন না, তা হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

নিউজিল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২০৫।

অর্থসূচক/এসএস/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ