ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

আরএকে সিরামিকসের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির এজিএম অনুষ্ঠানের কথা ছিল।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


অর্থসূচকে প্রকাশিত পুঁজিবাজার ও ব্যাংক-বিমার খবর গুরুত্বপূর্ণ খবরগুলো এখন নিয়মিত পাওয়া যাচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ Sharebazaar-News & Analysis এ। প্রিয় পাঠক, গ্রুপটিতে যোগ দিয়ে সহজেই থাকতে পারেন আপডেট।


সূত্র জানিয়েছে, দেশে করোনাভাইরাসের জন্য সৃষ্ট পরিবেশের প্রেক্ষিতে জনস্বার্থে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস অত্যন্ত ছোঁয়াছে। এই ভাইরাসের বিস্তার এড়াতে সামাজিক দূরত্ব বা একাধিক মানুষের সমাবেশকে নিরুৎসাহিত করা হচ্ছে। এরই প্রেক্ষিতে কোম্পানির শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারি এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

RAK Ceramics

আরএকে সিরামিক।

এজিএমের নতুন সময়সূচি ও স্থান পরবর্তিতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে কোম্পানিটি।

এই বিভাগের আরো সংবাদ