ArthoSuchak
বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সূচক ও লেনদেনের ইতিবাচকতায় সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী,  ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৩ পয়েন্ট বেড়ে ৯২০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক  ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে টাকার অংকে ৩৪৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ৭৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে  ১১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসূচক/এসএ/

এই বিভাগের আরো সংবাদ