ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

আপনারাও নিজেদেরকে ঘরে বন্দি রাখুন: মুনমুন

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের শোবিজ অংগনের তারাকারাও আছেন ঘরে বন্দি। ঘরে বসেই তারা ফেসবুকের মাধ্যমে দেশের মানুষকে সচেতন থাকতে নানা পরামর্শ দিচ্ছেন। সেই কাতারে আছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন।

মুনমুন এক ভিডিও বার্তায় বলেন, করোনা সম্পর্কে আমারা কম-বেশী এখন সবাই জানি। বর্তমান অবস্থায় করোনা থেকে মুক্তির এক মাত্র পথ সচেতনতা। আর তাই আমাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, আমি এখন আমার ঘরেই বন্দি আছি। সিধান্ত নিয়েছি করোনা নির্মূল না হওয়া পর্যন্ত ঘরেই থাকবো। আপনারা নিজেদের ঘরে বন্দি রাখুন।  পরিবারকে সময় দেন।

অর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ