ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

ভারতে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩২৪

ভারতে করোনায় আজ আরও দুজন মারা গেছে। এরমধ্যে একজন মারা গেছে মহারাষ্ট্রে, অন্যজন বিহারে। ভারতে এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ এ। আর আক্রান্ত হয়েছে ৩২৪জন।

সম্প্রতি বিহারের এক ব্যক্তি কাতারে গিয়েছিলেন। তিনি কিডনির অসুখেও ভুগছিলেন। বিহারের পাটনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিহারের স্বাস্থ্য বিভাগের সচিব সঞ্জয় কুমার ওই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এটি বিহারে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

করোনা আক্রান্ত রোগী মারা যাওয়া অন্যজন ভারতের মহারাষ্ট্রের। করোনা আক্রান্ত ৬৩ বছরের সেই বৃদ্ধ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শ্বাসকষ্টের রোগী ছিলেন বলে জানায় মুম্বাই কর্তৃপক্ষ।

সূত্র:এনডিটিভি

এই বিভাগের আরো সংবাদ