ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

চট্টগ্রামে ইতালিফেরত আরও ১৪ জন হোম কোয়ারেন্টাইনে

চট্টগ্রামে ইতালি থেকে ফেরা আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) তারা দেশে ফেরেন।

এর আগে ৮ মার্চ ইতালি থেকে দেশে ফেরা সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সে হিসেবে বর্তমানে ২১ জন বাসায় পর্যবেক্ষণে আছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ইতালি থেকে ফেরা নতুন ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরে এ ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় মেডিক্যাল টিম।

তিনি বলেন, তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

এর আগে ৮ মার্চ ইতালি থেকে দেশে ফেরা সাতজনের অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চট্টগ্রামের এই সিভিল সার্জন।

অর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ