ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সাপ্তাহিক লেনদেনে বড় ঝাঁকুনি

করোনাভাইরাস আতঙ্ককে সঙ্গী করে সাপ্তাহিক লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। এই সময়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ ঝাঁকুনি লেগেছে বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ বছরের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে এসেছে।

গত সপ্তাহে ডিএসইতে সবগুলো মূল্যসূচক ৫ শতাংশের বেশি কমেছে। লেনদেন কমেছে ১০ শতাংশের বেশি।


অর্থসূচকে প্রকাশিত পুঁজিবাজার ও ব্যাংক-বিমার খবর গুরুত্বপূর্ণ খবরগুলো এখন নিয়মিত পাওয়া যাচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ Sharebazaar-News & Analysis এ। প্রিয় পাঠক, গ্রুপটিতে যোগ দিয়ে সহজেই থাকতে পারেন আপডেট।


আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৭ শতাংশ শেয়ারের। এ সময়ে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২৬টির দাম কমেছে। বেড়েছে ২৫টির।

আলোচ্য সময়ে ডিএসইতে দৈনিক গড়ে ৭১৭ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৩৭ শতাংশ কম। আগের সপ্তাহে ৪৮২ কোটি ১৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করেএ তথ্য জানা গেছে।Weekly-Market.jpg

সপ্তাহ শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়িয়েছে ৪ আজার ১২৯ দশমিক ৯৬ পয়েন্ট। যা আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ বা ২৫৪ দশমিক ৫২ পয়েন্ট কম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস তথা সোমবার সূচকটি ২৭৯ দশমিক ৩৩ পয়েন্ট (৬ দশমিক ৫১ শতাংশ) কমে ৪ হাজার ৮ দশমিক ০৫ পয়েন্টে নেমে এসেছিল, যা গত ৫ বছরে এই সূচকের সর্বনিম্ন অবস্থান।

আলোচিত সপ্তাহে ডিএসইতে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই ৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ ১ হাজার ৩৮১ দশমিক ৫৯ পয়েন্ট নেমে আসে। আর শরীয়াহ সূচক ডিএসইএস কমে ৫ দশমিক ৭২ শতাংশ।

এই বিভাগের আরো সংবাদ