ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

২০ মিনিটেই ডিএসইএক্স হারাল ১০৮ পয়েন্ট

পুঁজিবাজারে আবার শুরু হয়েছে বড় দরপতন। আজ সোমবার লেনদেনের ২০ মিনিটের মধ্যে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০৮ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯২ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আজ বেলা ১০টা ৪৯ মিনিটে ডিএসইতে ৬৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ পয়েন্টে।

বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শুরুতেই বড় দর পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে করোনা ভাইরাসের আতঙ্ক। কারণ গতকাল বাংলাদেশে তিন জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর আগে গতকালও করোনা আতঙ্কে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছিল। পাশের দেশ ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংক্রান্ত বাড়তে থাকায় এবং সর্বশেষ কার্যদিবসে দেশটির পুঁজিবাজারে বড় দর পতন হওয়ায় এর মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশ্লেষক অর্থসূচককে বলেন, নানা কারণে এমনিতেই আমাদের বাজারে আস্থাহীনতা বিরাজ করছে। এর মধ্যে করোনা আতঙ্ক নতুনভাবে ভীতি ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার ভারতের বাজারে বড় দর পতন হয়েছে। দেশটির বিশ্লেষকরা এর কারণ হিসেবে করোনা আতঙ্ককে দায়ী করেন। আমাদের বিনিয়োগকারীরাও বিষয়টিকে একইভাবে দেখতে শুরু করেছেন।
আজ ডিএসইতে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসূচক/এসএ/

এই বিভাগের আরো সংবাদ