ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

অবশেষে মুক্তি পাচ্ছে তিশার ‘হলুদবনি’

অবশেষে মুক্তি পাচ্ছে নুসরাত ইমরোজ তিশা অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’। আগামী ৬ই মার্চ ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে এই ছবির প্রধান চরিত্রে আরো অভিনয় করেছেন কলকাতার পরমব্রত ও পাওলি দাম।

যৌথভাবে এটি নির্মাণ করেছেন বাংলাদেশের তাহের শিপন এবং ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

এটি যৌথ প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস  টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

অর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ