ArthoSuchak
রবিবার, ৫ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

নগদ লভ্যাংশ পাঠিয়েছে এসপিসিএল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল) সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

shahjibazar power co- spcl

পুঁজিবাজারে তালিকাভুক্ত তেল ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের লোগো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এছাড়া ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

উল্লেখ্য, আলোচ্য বছরে এসপিসিএল শতাংশ ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ।

অর্থসূচক/এসএ/

 

এই বিভাগের আরো সংবাদ