ArthoSuchak
শনিবার, ১১ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

পাপিয়ার ৩টি ভিডিও ভাইরাল!

অস্ত্র-মাদকসহ নারী বিষয়ক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া গ্রেপ্তারের পর তার পাপের সাম্রাজ্যের অবৈধ সব কর্মকাণ্ডের তথ্য একের পর এক বেরিয়ে আসছে।

এবার পিস্তল নিয়ে বানানো তার একটি টিকটক ভিডিওর পাশাপাশি আরো দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পিস্তল নিয়ে টিকটক ভিডিও বানিয়েছিলেন পাপিয়া !

Posted by কাজী হেমায়েত উদ্দিন মিশন on Sunday, 23 February 2020

প্রথম ভিডিওতে দেখা যায়, এক যুবক বসে আছেন। একটি পিস্তল তাক করা সেই যুবকের দিকে। হঠাৎ গুলির শব্দ। এরপরই দেখা মেলে পাপিয়ার। তার হাতে পিস্তল। এই ভিডিওতে ‘গোলাবি আঁখে’ শিরোনামের একটি গানে পারফর্ম করতে দেখা যায় তাকে।

অন্য দুটি ভিডিওতে তাকে আরবী গান এবং বাংলা গানের সঙ্গে সুর মেলাতে ও পারফর্ম করতে দেখা যায়।

‘হৃদয়ের রঙ’ শিরোনামের একটি বাংলা গানের সঙ্গে তাকে পারফর্ম দেখা গেছে।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ