ArthoSuchak
বুধবার, ১লা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

অমর একুশে উপলক্ষে আইসিএমএবির শ্রদ্ধা

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধামূলক কর্মসূচি পালন করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারির ভোরে ইনস্টিটিউটের প্রভাতফেরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এই র্যা লিতে নেতৃত্ব দেন। এই র‌্যালিতে অংশ নেন আইসিএমএবির কাউন্সিল সদস্য, ঢাকা ব্র্যাঞ্চ কাউন্সিলের সদস্যগণ, ইনস্টিটিউটের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।

দীর্ঘ পদযাত্রা শেষে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর র‌্যালিটি ইনস্টিটিউটের মূল ভবনে ফিরে আসে।

এর আগে সকাল সাড়ে ৭টায় ইনস্টিটিউটের নীলক্ষেত মূল ভবনের প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করে।

এতে আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক এফসিএমএ এবং মো. মামুনুর রশীদ এফসিএমএ, সেক্রেটারি মো. মনিরুল ইসলাম এফসিএমএ, ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, সাবেক সভাপতি এবং কাউন্সিল সদস্য এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ প্রমুখ।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ