ArthoSuchak
রবিবার, ২৯শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

দেড় বছর পর দলে রাসেল

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এই দলে প্রায় দেড় বছর পর ফিরেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

২০১৮ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন রাসেল। এরপর গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তিনি। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেন ৩১ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। রাসেলের পাশাপাশি দলে ফিরেছেন ওশান থমাস এবং শিমরন হেটমায়ার।

সম্প্রতি এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ২৩ বছর বয়সী থমাস। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠায় তাঁকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। এদিকে পুরোপুরি ফিট না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জায়গা হয়নি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে আসন্ন সিরিজে খেলতে বাঁধা থাকছে না তাঁর।

শ্রীলঙ্কার মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ শেষে আগামী মাসে দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ