ArthoSuchak
শনিবার, ২৮শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

Price-Fall-loser

সূচকের পতনে লেনদেন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০২ কোটি ১৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিলে ৭৭০ কোটি ৬০ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে  ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ১৫৯ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৩ কোটি  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসূচক/এসএ/

এই বিভাগের আরো সংবাদ