ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসীদের অভিযোগ জানানোর জন্য কমিশনের হটলাইনে আর্ন্তজাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফলে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে প্রবাসীরা সহজেই ‘+৮৮০৯৬১২১০৬১০৬’ নম্বরে অফিস চলাকালীন (বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ফোন কল করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা করেছিল।

মাত্র দুই দিনেই অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শতাধিক ফোন কল পাওয়া যায়।

এসব ফোনকলের অধিকাংশই প্রবাসীদের জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইন-শৃঙ্খলা, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং আকামা সংক্রান্ত। তবে এ জাতীয় অধিকাংশ অভিযোগই দুদক আইনের তফসিলভুক্ত নয় বলে জানিয়েছে দুদক।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ