ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সঠিক লাইফস্টাইলে দূরে রাখুন প্রেসার ডায়াবেটিস হৃদরোগ

ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হৃদরোগ, স্থুলতাসহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। আর এর নেপথ্যে রয়েছে মানুষের পরিবর্তীত লাইফস্টাইল। অনিয়ন্ত্রিত লাইফস্টাইল তথা অতিমাত্রায় তৈলাক্ত খাবার খাওয়া, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক, রাত জাগা, ডিজিটাইল ডিভাইসে আসক্তি, শারীরিক পরিশ্রম না করা, মানসিক চাপ ইত্যাদি।


প্রিয় পাঠকদের জন্য সেবার পরিধি আরেকটু বাড়াতে অর্থসূচকের ইউটিউব চ্যানেল www.youtube.com/arthosuchakstudio তে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক নানা

কনটেন্ট আপ করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেতে পারেন দেশ বরেণ্য চিকিৎসকদের

নানা পরামর্শ। ধন্যবাদ


আলোচিত রোগগুলোর জন্য কোনো ভাইরাস- ব্যাক্টেরিয়া বা জীবাণুর প্রয়োজন হয় না। এসব রোগ অন্য কারো কাছ থেকে সংক্রমিতও হয় না। এ কারণেই এগুলোকে অসংক্রমিত রোগ বলা হয়। আসলে এসব লোগের জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। আমাদের অসচেতনতা, খামখেয়ালি, উদাসীনতা ইত্যাদির জন্য দেহে এসব রোগ সহজেই বাসা বেঁধে জাঁকিয়ে বসছে। আমরা একটু সচেতন আর যত্নবান হলেই এসব রোগকে দূরে রাখতে পারি। আর কে-না জানে, রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম (prevention is better than cure)।

অর্থসূচকের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজুবর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। একটু শুনে দেখতে পারি কী পরামর্শ দিচ্ছেন তিনি-

এই বিভাগের আরো সংবাদ