ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২৩৩

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে। আজকের হিসাব অনুসারে আরও ১১৫ জন মারা গেছেন। এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছে ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৯৮৭ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার কমা অব্যাহত রয়েছে। এছাড়া ভাইরাস সংক্রমিত সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আজকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬ হাজার ১৬৯ জন রোগী সুস্থ হয়েছেন। ভাইরাসের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ