ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

এমপি রতনকে দুদকে জিজ্ঞাসাবাদ

সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সম্পর্ক, অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।

আজ (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। রতনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অর্থ পাচার করে বিদেশে সম্পদ গড়ার অভিযোগও আছে।

জিজ্ঞাসাবাদ শেষে সংসদ সদস্য রতন সাংবাদিকদের বলেন, দুর্নীতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলেও দাবি করেন তিনি। গত বছরের ২৪ অক্টোবর রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ