ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

করোনা ভাইরাস: প্যারাসিটামলের দাম বাড়ল ৪০ শতাংশ!

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভয়াবহ সংকটে পড়েছে চীন। দেশটিতে মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে। বাদ যায়নি সাধারণ প্যারাসিটামলের মতো ওষুধও।

একই ধাক্কায় ভারতের বাজারে হু হু করে দাম বেড়েছে প্যারাসিটামল জাতীয় ওষুধের। তাও আবার এক লাফে বেড়েছে ৪০ শতাংশ।

করোনা ভাইরাসের প্রেক্ষিতে চীনে প্যারাসিটামলের উত্পাদন বন্ধ রয়েছে। এর ফলে, চীন থেকে প্যারাসিটামলের আমদানিও আপাতত বন্ধ রেখেছে ভারত। এমতাবস্থায় চাহিদার সঙ্গে জোগানের ঘাটতিতে প্যারাসিটামলের দাম একলাফে ৪০ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

শুধু প্যারাসিটামল নয় ভারতে অ্যাজিথ্রোমাইসিনের দাম বেড়েছে ৭০ শতাংশ। বিভিন্ন ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রাইব করেন চিকিৎসকরা।

এদিকে, জোগানে ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন ফার্মা ইন্ডাস্ট্রি জাইডাস ক্যাডিলার চেয়ারম্যান পঙ্কজ আর পটেল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ