ArthoSuchak
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। আসন্ন টেস্ট সিরিজ উপলক্ষেও শক্তিশালী দল গঠন করেছে কিউইরা।

ইনজুরি কাটিয়ে কিউই দলে ফিরছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন পেসার কাইল জেমিসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জিত রাভাল ও বাঁহাতি স্পিনার মিচেল সান্টনার।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে আঙুলে চোট পান বোল্ট। সিডনিতে শেষ টেস্টের পর আর খেলতে পারেননি তিনি। ওয়েলিংটনে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, হেনরি নিকোলস, জন ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, এজাজ প্যাটেল, নিল ওয়াগনার, কাইল জেমিসন, ড্যারেল মিচেল ও ট্রেন্ট বোল্ট।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ