ArthoSuchak
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর বেড়েছে ১১ খাতের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতের। অন্যদিকে দর কমেছে ৯ খাতে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের ডিএসই বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আজ আর্থিক খাতে ৪ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে। এরপরে সেবা এবং আবাসন খাতে ৩ দশমিক ৯০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে:- পেপার এবং প্রিন্টিং খাতে ৩ দশমিক ৭০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৯০ শতাংশ, বস্ত্র ও ট্যানারি খাতে প্রত্যেকের ১ দশমিক ৪০ শতাংশ করে, সিমেন্ট খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ১০ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৫০ শতাংশ, ফার্মাসিউটিক্যাল খাতে দশমিক ৪০ শতাংশ, জ্বালনী এবং খাতে দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।

এর বিপরীতে কমেছে আইটি খাতে ১ দশমিক ৫০ শতাংশ, জুট খাতে ১ দশমিক ১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৯০ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৬০ শতাংশ, ভ্রমণ এবং অবকাশ খাতে দশমিক ২০ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ১০ শতাংশ দর কমেছে।

এছাড়া খাদ্য এবং আনুষাঙ্গিক ও বিবিধ খাত অপরিবর্তিত রয়েছে। এই দুটি খাতে দর সমানভাবে বেড়েছে ও কমেছে।

এই বিভাগের আরো সংবাদ