ArthoSuchak
মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ভিপি নুর

রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

গতকাল রোববার রাতে নুর তাঁর ফেসবুক পেজে বিষয়টি জানান। দুর্ঘটনায় হাত ও পায়ে ব্যথা পান ডাকসু ভিপি নুর। তা ছাড়া শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে গেছে বলেও জানান তিনি।

ডাকসুর ভিপি লিখেছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। মোটরসাইকেলে করে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারত। পেছনের আরেকটি মোটরসাইকেল আমাদের ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে ট্রাক এসেছিল। তখন দুটি মোটরসাইকেল হেচড়ে পড়ে যায়।

নুর আরও লিখেন, মোটরসাইকেলের চালকের পেছনে আমি ছিলাম। এ ঘটনায় হাত-পা আর শরীরে একটু ব্যথা পেয়েছি। তা ছাড়া আরো কয়েক জায়গায় একটু ছিলে গেছে। কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সবাই দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ