ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

৮ বছর আমেরিকায় বসে বেতন-ভাতা উত্তোলন!

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। বিভিন্ন ছুটি দেখিয়ে দীর্ঘ আট বছর ধরে আছেন যুক্তরাষ্ট্রে। তবু নিয়মিত বেতন-ভাতাসহ সরকারি সকল সুবিধা ভোগ করে চলেছেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ময়মনসিংহের গফরগাঁও আঠারদানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন তথ্যের সত্যতা পাওয়া গেছে।

আট বছর ধরে শিক্ষা ছুটিতে থেকেও নিয়ম বহির্ভূতভাবে বেতন ভাতা উত্তোলন করেছেন- এমন অভিযোগে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, সরেজমিনে অভিযানে অভিযোগের সত্যতা পায় দুদক টিম। নথিপত্র যাচাই এবং বিশ্লেষণ করে টিম জানতে পারে, উল্লিখিত শিক্ষক স্বাস্থ্য ছুটি দেখিয়ে তিন দফায় মোট আট বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং বিদ্যালয়ে পাঠদান না করেই বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।

সার্বিক পর্যালোচনায় উল্লিখিত শিক্ষক চরম দায়িত্বে অবহেলা ও বেআইনিভাবে সরকারি সম্পদের আত্মসাৎ করেছেন বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়। এ অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ