ArthoSuchak
সোমবার, ৬ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো ভাইবোন

একই ঘরে ঘুমিয়ে ছিল দুই সহোদর মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬)। তবে সেই ঘুমই শেষ ঘুম হল তাদের। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো ওই দুই ভাইবোন।

প্রতীকী ছবি

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু উপজেলার বাটনাতলীর লিপিয়াপাড়ায় মেমং মারমার সন্তান। মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ