ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসকে দুদকে তলব

ঘুষ, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব (এপিএস) ও শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালক মীর মোশারফ হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (২২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৭ জানুয়ারি তাকে রাজধানীর সেগুনবাগিচায় হাজির হতে বলা হয়েছে।

সংস্থাটির উপ-পরিচালক মো. সামছুল আলম সই করা নোটিশ তার উত্তরার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বি‌ভিন্ন সরকা‌রি হাসপাতা‌ল ও মেডি‌ক‌্যাল কলেজে পছন্দের ঠিকাদারকে যন্ত্রপাতি ও এমএসআর সামগ্রী সরবরাহে সহায়তার মাধ্যমে অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

প্রায় একই অভিযোগে এর আগে বর্তমান স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের মন্ত্রীর সদ্য বরখাস্তকৃত এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমানকে তলব করে দুদকের একই টিম। তাকে ২৩ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ