ArthoSuchak
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

এডিএন টেলিকমের লেনদেন শুরু ৪০.৫০ টাকায়

টেলিকমিউনিকেশন খাতের নতুন কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড আজ সোমবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ৪০ টাকা ৫০ পয়সা দরে।

ADN-Telecom

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ০৬ মিনিটে শেয়ারটির দর ১৩.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ২ হাজার ৪৫৭ বারে ৩০ লাখ ৮৪ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৪৯ লাখ টাকা।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে এডিএন টেলিকমের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

অর্থসূচক/এসএ/

 

এই বিভাগের আরো সংবাদ