ArthoSuchak
রবিবার, ২৯শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

চতুর্থ দিনে চলছে পাটকল শ্রমিকদের আমরণ অনশন

নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্টায়ত্ত ৯ পাটকলের হাজারো শ্রমিক চতুর্থ দিনের মত আমরণ অনশন করছেন। টানা অনশনের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেক শ্রমিক।

এছাড়া বৃহস্পতিবার আব্দুস সাত্তার নামে প্লাটিনাম জুট মিলের অনশনরত এক শ্রমিক মারা যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্লাটিনাম জুট মিলের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের অনশনের কারণে মিলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে মিলগুলোর সামনে বন্ধ রয়েছে সব দোকানপাট।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম, জেজেআই ও কার্পেটিং মিলের শ্রমিকরা নিজ নিজ পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করছেন। এ ছাড়া যশোরে দুটি পাটকল শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

শ্রমিকরা জানান, নিয়মিত মজুরি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের লেখাপড়ার খরচ, ঘরভাড়া দিতে না পেরে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

তারা জানান, সব সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকল শ্রমিকদের বেলায় অনীহা প্রকাশ করা হচ্ছে। মজুরি কমিশন বাস্তবায়ন, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পিপিপি বাতিলসহ ১১ দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ