ArthoSuchak
শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

লোকেশন ট্র্যাকিং বন্ধ করলেও তথ্য নেয় আইফোন!

তথ্যপ্রযুক্তি যত আপডেট হচ্ছে ততই আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এক্ষেত্রে অনলাইনে নিজের অবস্থান লুকিয়ে রাখতে লোকেশন ট্র্যাকিং সেবা বন্ধ রাখেন অনেকেই।

তবে লোকেশন ট্র্যাকিং সেবা বন্ধ করলেও ব্যবহারকারীদের অবস্থানের তথ্য ঠিকই সংগ্রহ করে ‘আইফোন ১১ প্রো’। ফলে আইফোন ব্যবহারকারীরা সারা দিন কোথায় এবং কতক্ষণ ছিলেন সে তথ্যও চলে যায় অ্যাপলের কাছে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ডিভাইসের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করলেও নিস্তার মেলে না। কারণ আইওএস ১৩.২.৩ সংস্করণের অপারেটিং সিস্টেমে রয়েছে বিশেষ ধরনের ট্র্যাকার। ইন্টারনেট বা লোকেশন ট্র্যাকিং বন্ধ থাকলেও আশপাশের মোবাইল টাওয়ার বা ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে নিয়মিত আইফোনের অবস্থান শনাক্ত করে থাকে ট্র্যাকারটি।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ