মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। এরমাধ্যমে ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের হাতে। অন্যদিকে চার বছর পর নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।

গত ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেত হতো। সেটি পেয়েছে রিপাবলিকান পার্টি। এখন আরও দুই-একটি আসনে জয় পেতে পারে তারা। চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষেই জানা যাবে কোন দল কতগুলো আসন পেল। এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ২১১টি আসনে জয় পেয়েছে।

যদিও ব্যবধান খুব বেশি না। কিন্তু আগামী দুই বছর বাইডেনের এজেন্ডাগুলো থামিয়ে দিতে পারবেন রিপাবলিকানরা।

এদিকে বাইডেনের দল প্রতিনিধি পরিষদে হেরে যাওয়ার মাধ্যমে আলোচিত সমালোচিত স্পিকার ন্যান্সি পেলোসির ক্ষমতার অবসান হলো। এখন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার হতে পারেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি এ পদের জন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন।

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোয় এখন রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সেগুলো খতিয়ে দেখতে পারবেন। এরমধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খল প্রস্থানের বিষয়টি থাকতে পারে। তাছাড়া আইন প্রণয়নসহ পরিষদে নিজের ইচ্ছা অনুযায়ী অন্যান্য কাজ পরিচালনা করতে বেগ পেতে হবে বাইডেনকে।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিবে বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি।

এদিকে বাইডেনের দল নিম্নকক্ষে হেরে গেলেও সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতেই থাকলো। এতে করে যুক্তরাষ্ট্রে আবারও বিভক্ত সরকার ফিরে এলো।

সূত্র: বিবিসি

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.