চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন আট কেজি ১৭০ গ্রাম, যার আনুমানিক দাম প্রায় চার কোটি টাকা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা বারগুলো খুঁজে পান বলে তিনি জানান।
উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে আসার পর পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দরের আগমনী লাউঞ্জের টয়লেটে এগুলো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটে করে সোনা চট্টগ্রামে নিয়ে আসা হয়। কিন্তু এ বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অর্থসূচক/কেএসআপর