দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম ওয়ারলেসে পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে এ অভিযান চলছে। রাজধানীতে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
গণমাধ্যমকে তিনি বলেন, লবণের দাম বৃদ্ধির গুজব রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। আমরা নয়াবাজারের তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অভিযান এখনও চলমান রয়েছে।
এদিকে দেশজুড়ে এমন গুজব প্রতিরোধে অর্ধশতাধিক অসাধু লবণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
অর্থসূচক/কেএসআর