ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি হতাশায় কাটলো বাংলাদেশের। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বিরাট কোহলির দল।
দ্বিতীয় দিনের শুরুতেই ঝলক দেখান আবু জায়েদ রাহি। ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে গালি অঞ্চলে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ফেরার আগে পূজারা করেন ৫৪ রান।
পূজারাকে ফেরানোর পর বিরাট কোহলিকে বিদায় করেছেন রাহি। রাহি লেগ বিফোর উইকেটের আবেদনে অবশ্য ইতিবাচক সাড়া দেননি আম্পায়ার। এরপর মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় রাহির বলটি অফসাইডে পিচ করলেও কোহলির লেগ স্টাম্প বরাবর আঘাত করে। আম্পায়ারের পরিবর্তিত সিদ্ধান্তের ফলে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় কোহলিকে।
পূজারা-কোহলির বিদায়ের পর অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়েছেন আগারওয়াল। ভারতের এই ওপেনার আছেন সেঞ্চুরির পথে। লিড পেয়েছে ভারত। মেহেদী হাসান মিরাজের একটি ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের আবেদনের পর আউটের সিদ্ধান্ত দেয়া হয় আগারওয়ালকে। আম্পায়ার আউটের ঘোষণাও দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান আগারওয়াল। বলটি তাঁর লেগ স্টাম্প মিস করে।
অর্থসূচক/এএইচআর