ভারতের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

ভারতের পুঁজিবাজারে আজ সূচকের বড় উত্থান হয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ ৬০ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক ফের ১৮ হাজার পয়েন্ট ছুঁয়েছে। গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ অব্স্থানে উঠেছে সূচক দুটি।

খবর ইকোনমিক টাইমস ও মানি কন্ট্রোলের।

খবর অনুসারে, আর্থিকভাবে শক্তিশালী দুটি কোম্পানি হাউজিং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড (এইচডিএফসি) ও এইচডিএফসি ব্যাংক একীভূত হওয়ার (Merger) খবরের ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এই খবরে কোম্পানি দুটির পাশপাশি আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

আবাসন ঋণ প্রদানকারী কোম্পানি হাউজিং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড (এইচডিএফসি) ভারতে আবাসন খাতে অর্থায়নকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এর একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে এইচডিএফসি ব্যাংক।

আর্থিক খাতে এইচডিএফসি ব্যাংকেরও রয়েছে শক্ত অবস্থান। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকটির বিতরণকৃত ঋণ ও আগামের পরিমাণ ছিল ১৩ লাখ ৬৯ হাজার কোটি রুপি। এই সময়ে আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৫৯ হাজার কোটি রুপি, যা গতবছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

আর্থিক খাতে নিজেদের অবস্থানকে সংহত করতে প্রতিষ্ঠান দুটি একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুসারে, এইচডিএফসি ব্যাংকের সাথে একীভূত হবে এইচডিএফসি। এইচডিএফসির শেয়ারহোল্ডাররা প্রতি ২৫টি শেয়ারের বিপরীতে এইচডিএফসি ব্যাংকের ৪২টি শেয়ার পাবে।

ঘোষিত মার্জারের মধ্য দিয়ে ভারতের পুঁজিবাজারে দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে এইডিএফসি ব্যাংক। প্রতিষ্ঠানটির বাজারমূলধনের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪ লাখ ২২ হাজার কোটি রুপি। বর্তমানে এইচডিএফসির বাজার মূলধন ৫ লাখ কোটি রুপি। এইচডিএফসি ব্যাংকের বাজার মূলধন ৯ লাখ কোটি রুপি।

ভারতে বাজারমূলধনে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের, যার পরিমাণ ১৭ লাখ ৯৫ হাজার কোটি রুপি। আর ১৩ লাখ ৭৩ হাজার কোটি বাজারমূলধন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

শক্তিশালী দুটি প্রতিষ্ঠানের একীভূত হওয়ার খবরে পুরো আর্থিক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেড়ে যায়। আর তার প্রভাবে সূচকের বড় উল্লম্ফন হয়।

বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ১ হাজার ৩৩৫ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। গত এক মাসের মধ্যে এটি ছিল সেনসেক্সের সবচে বড় উত্থান। এতে এক্সচেঞ্জটির বাজারমূলধন এক দিনে সাড়ে ৪ লাখ কোটি রুপি বেড়ে গেছে।

অপরদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ৫০ ব্যাংকের সূচক (সংক্ষেপে নিফটি) ৩৮২ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৩ দশমিক ৪০ পয়েন্টে পৌঁছেছে।

আজ ইনফোসিস ও টাইটান ছাড়া সেনসেক্সভুক্ত বাকি সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এরমধ্যে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। কোটাক মহিন্দ্রা ব্যাংকের শেয়ারের দাম ৩ শতাংশ বেড়েছে। এছাড়া সান ফার্মা, টাটা স্টীল, এইচসিএল টেক, এল অ্যান্ড টি, ইন্ডাস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের দাম ১ শতাংশের উপরে বেড়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.