আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, শিশুসহ নিহত ৩৩

শুক্রবার জুমার নামাজ চলাকালে আফগানিস্তানের উত্তরাঞ্চলের কন্দুজ প্রদেশে মসজিদে বোমা হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটারে জানান, ‘কুন্দুজ প্রদেশের ইমাম শাহিব জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

তিনি লেখেন, আমরা এ হামলার নিন্দা জানাই এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবারের বোমা হামলাটি তালেবান শাসিত দেশটিতে সর্বশেষ নৃশংস ঘটনা। এর আগে দেশজুড়ে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

দেশটির তথ্যমন্ত্রী হামলাকারীদের ‘রাষ্ট্রদ্রোহী ও অপশক্তি’ বলে অভিহিত করেছেন। কুন্দুজে যে মসজিদে হামলা হয়েছে সেটি সুফিদের কাছে জনপ্রিয় গন্তব্য ছিল।

তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার কুন্দুজ ও মাজার-ই-শরিফের শিয়া মসজিদে দুটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএল।

 

অর্থসূচক/আরএমএস/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.