ArthoSuchak
সোমবার, ৩০শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

পদ্মায় ১৬ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টের কাছে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে। এ ঘটনায় আট বছরের এক মেয়ে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলার ইউএনও আবিদুল ইসলাম খান।

এই রুটের নৌ-পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, শিমুলিয়া থেকে স্পিডবোটটি কাঁঠালবাড়ির দিকে আসছিল। শিমুলিয়া থেকে নৌ-পুলিশ উদ্ধার তৎপরতায় নেমেছে। আমরা যতটুকু জেনেছি অল্প বয়সী একজন নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ায় এই রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে ফেরিতে পারাপার করা সম্ভব হচ্ছে।

ওঅর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ