ArthoSuchak
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। আজ শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনে হজযাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত দুজনের মধ্যে একজন নওগাঁ জেলার শিহাড়ার বাসিন্দা মোহাম্মদ আফসার আলী (৮৯)। অপরজন সিরাজগঞ্জ জেলার দৌলতপুরের বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০)।

এর আগে গতকাল বৃহস্পতিবার মক্কায় চার বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন সাতক্ষীরার নগরঘাটার বাসিন্দা আনোয়ারা খাতুন (৬৯), মাদারীপুরের সাহেব রামপুরের বাসিন্দা আবদুল জলিল মিয়া (৭৫), ফেনী জেলা সদরের শামছু ড্রাইভার বাড়ির বাসিন্দা মোহাম্মদ শাহাজাহান (৬১) ও কুমিল্লার বরুড়া উপজেলার জিগাতলার বাসিন্দা আবদুল বারেক (৬১)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় ২৩ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ মোট ২৮ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০টি ফ্লাইটে মোট ১ লাখ ৮ হাজার ৬২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ