ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ লাখ ৯০ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ২৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
জেএমআই হসপিটাল ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বিএসআরএম স্টিল লিমিটেড ১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জেএমআই হসপিটাল, লিন্ডেবিডি, লুবরেফ বিডি, মুন্নু ফেব্রিক্স, নিউলাইন ক্লোথিংস, এনআরবিসি ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.