ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

নিজ বাড়ি থেকে ফিলিস্তিনের মন্ত্রীকে আটক করেছে ইসরাইল

ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করেছে। দখলীকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে গতকাল রাতে তাকে আটক করা হয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা হাদামির বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়। জেরুজালেম শহরে কয়েকদিন ধরে ইসরাইলি সেনাদের যে অভিযান চলছে তাতে এই প্রথম কোনও শীর্ষ পর্যয়ের কর্মকর্তাকে আটক করা হলো। পার্সটুডে

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড হাদামির আটকের কথা নিশ্চিত করে জানান, জেরুজালেম শহরে হাদামির তৎপরতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী জেরুজালেম শহর সফর করেন। ওই সফরে মন্ত্রী হাদামি চিলির প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। হাদামির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ কারণে ফাদি আল-হাদামিকে আটক করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ