ArthoSuchak
বুধবার, ১লা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » অর্থনীতি

মাথাপিছু আয় হবে ২,১৭৩ ডলার

বর্তমানে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলারে উন্নিত হয়েছে। ২০০৫-০৬ অর্থবছর যা ছিল মাত্র ৫৪৩ কোটি টাকা। তবে নতুন অর্থবছরে এই আয় বেড়ে ২ হাজার ১৭৩ ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর হরিস বি শেনারি ১৯৭৩ সালে বলেছিলেন বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ ডলারে পৌঁছাতে ১২৫ বছর সময় লাগবে। কিন্তু তার সেই বক্তব্য মিথ্যা প্রমাণিত করে মাত্র ৪০ বছরের মাথায় বাংলাদেশের মাথাপিছু আয় ৯২৮ ডলারে উন্নিত হয়েছে। যা আমাদের দেশের জন্য একটি বড় অর্জন।

আগের অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৫ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ১৭৫১ ডলার।

অর্থসূচক/জেডএ

এই বিভাগের আরো সংবাদ