ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

চাঁদ মঙ্গল গ্রহেরই অংশ: ট্রাম্প

বেফাঁস সব মন্তব্য করে বরাবরই সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, চাঁদ মঙ্গল গ্রহেরই অংশ। খবর দ্য গার্ডিয়ানের।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে পরামর্শ দিয়ে টুইটারে ট্রাম্প লিখেছেন, চাঁদে লোক পাঠানোর কথা না ভেবে আমেরিকার উচিত হবে মঙ্গল গ্রহে লোক পাঠানোর পরিকল্পনা করা।

ট্রাম্পের এমন টুইটের পর জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ভিমড়ি খাওয়ার দশা হয়েছে।

প্রসঙ্গত, নাসা ২০২৪ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর কথা ভাবছে। কয়েক মাস আগে ট্রাম্প নিজেও নাসার এই পরিকল্পনা সমর্থন করেছিলেন। শুক্রবার সেই সুর পাল্টে বললেন অন্য কথা।

ট্রাম্প বলেন, চাঁদে লোক পাঠানো অর্থের অপচয়। ৫০ বছর আগেই চাঁদে লোক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এখন মনোযোগ দেওয়া উচিত আরও বড় কাজে, যেমন মঙ্গল গ্রহ, চাঁদ কিনা যার অংশ।

ট্রাম্পের এমন অবৈজ্ঞানিক কথাবার্তাও এটাই প্রথম নয়। এর আগে জলবায়ু বিজ্ঞানীদের ব্যাখ্যাকেও প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বের জলবায়ু পরিস্থিতি নিয়ে বিজ্ঞানীরা যা বলেন এবং পরিসংখ্যানে যা উঠে আসে তার সঙ্গে বাস্তবের মিল নেই।

মেরু অঞ্চলের বরফ গলার খবরও সত্য নয় বলেও দাবি করেন ট্রাম্প।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ