ArthoSuchak
শনিবার, ২৮শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

২০০ কোটি রুপি অতিক্রম করেছে ‘লুসিফার’ 

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ মোহনলাল। মালয়ালাম ইন্ডাস্ট্রির মহাতারকার যে সিনেমাই মুক্তি পাক না কেন, বিশ্বব্যাপী ঝড় তুলবেই। এবারও তাঁর ব্যতিক্রম হলো না। মোহনলালের সর্বশেষ সিনেমা ‘লুসিফার’ বিশ্বব্যাপী আয়ে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর।

আন্তর্জাতিক বক্স অফিসে ২০০ কোটির ঘরে প্রবেশের মধ্য দিয়ে মলিউডের সেরা ব্লকবাস্টার হলো ‘লুসিফার’। ‘পুলিমুরুগান’ ছবির আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘লুসিফার’। মলিউডে এই ছবি আয় করেছিল ১০০ কোটি রুপি আর আন্তর্জাতিক বক্স অফিসে আয় করেছিল ১৬৫ কোটি রুপি।

‘লুসিফার’ পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমায় স্টিফেন নেডুমপাল্লি চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মোহনলাল, যিনি দক্ষিণ কেরালার সাহসী রাজনীতিক, অন্ধকার জগতে যিনি আব্রাম কোরেশি নামে খ্যাত।

মোহনলাল ছাড়াও ‘লুসিফার’-এ রয়েছেন বলিউডের বিবেক ওবেরয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র, সাইকুমার, কালাভবন শাজন, বাজ্জু সন্তোষ, জন বিজয়, সানিয়া ইয়াপ্পাঁ।

সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

অর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ