ArthoSuchak
শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

‘মাদুরো এক সময় ইসলাম গ্রহণ করবেন’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সময় ইসলাম গ্রহণ করবেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

নিকোলাস মাদুরো।

তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান চাভুসওগ্লু। গত বছর চাভুসওগ্লু’র সঙ্গে বৈঠকের সময় মাদুরো এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করে মাদুরো।

এছাড়া ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে গত বছরের সেপ্টেম্বর মাসে মাদুরোর সঙ্গে আলাপ হয়েছিলো বলে জানান তিনি। আলাপের সময়ে ওই টিভি সিরিজ নিয়ে ইতিবাচক মন্তব্য করছিলেন মাদুরো।

ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াদোর সঙ্গে মাদুরোর টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য প্রকাশ করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

অর্থসূচক/এএইচআর

এই বিভাগের আরো সংবাদ