ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে।
শনিবার (২ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান (এমপি)র নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম এ পুরষ্কার গ্রহণ করেন।
সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার প্রধান করা হয়।
এসময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এমএস