ArthoSuchak
রবিবার, ২৯শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

টিবিএন টুয়েন্টিফোরে চাকরির সুযোগ

‘ট্রেইনি জুনিয়র ভিডিও এডিটর’ হিসেবে নিয়োগ দেবে টিবিএন টুয়েন্টিফোর। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম: ট্রেইনি জুনিয়র ভিডিও এডিটর।

যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ন্যূনতম ২৪ হতে অনূর্ধ্ব ৩৩ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে প্রার্থীর কম্পিউটার দক্ষতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন: বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া সিভি ই-মেইল করতে পারেন hr.tbnbd@gmail.com এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ সময়, ১০ মার্চ, ২০১৯ পর্যন্ত।

অর্থসূচক/এমএস

এই বিভাগের আরো সংবাদ