ArthoSuchak
বুধবার, ১লা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খুরের মুখ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন- আবদুর রশিদ (৪৫) ও আবুল কালাম (৩৫)। তাদের বাড়ি সাবরাং ইউনিয়নে। তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে জানান, গভীর রাতে পুলিশের একটি দল মাদক উদ্ধারের জন্য নাফ নদের খুরের মুখ এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ