ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মনোনীত প্রর্থীদের চিঠি দিচ্ছে বিএনপি

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। রবিবার রাতে বিএনপির একাধিক নেতাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলের একটি সূত্র নিশ্চিত করে।

জানা গেছে, রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ কয়েকজনকে মনোনয়নের চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোলা- ৩  আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মওদুদ আহমদ।  মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর আজ (সোমবার) সকালে  নিজের নির্বাচনি এলাকায় গেছেন তিনি বলে জানা গেছে।

এবিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মনোনয়ন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি, হলে আপনাদের জানানো হবে।’

অর্থসূচক/এসকে

এই বিভাগের আরো সংবাদ