ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

লা লিগায় বার্সাকে টপকে শীর্ষে সেভিয়া

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে টপকে শীর্ষে সেভিয়া। লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে সেভিয়া এই এই স্থান দখল করে।

এর আগে গতকালকে পয়েন্ট ভাগাভাগি করেও শীর্ষে ছিলো কাতালানরা। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনা ড্র করেছে ১-১ গোলে। এমন অবস্থায় আন্দ্রে সিলভার গোলের সুবাদে জয় নিয়ে বার্সাকে টপকে শীর্ষ সেভিয়া। এর ফলে ডিসেম্বরে লিগের শীর্ষে থেকেই খেলা শুরু করবে আন্দালুসিয়ান এই ক্লাব।এই জয়ের ফলে ১৩ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সেভিয়ার সংগ্রহ ২৬। এক পয়েন্ট কম নিয়ে পরে অবস্থান করছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদও নেমে গেছে একধাপ। ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

অর্থসূচক/এসএফ

এই বিভাগের আরো সংবাদ