১৭ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৫ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রানার অটো মোবাইলস, নাভানা ফার্মা, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, আমরা টেকনোলজি, এএমসিএল প্রাণ, হা-ওয়েল টেক্সটাইল, ইফাদ অটোস, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল পলিমার, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, রংপুর ফাউন্ডারি, শাশা ডেনিম, জাহিন টেক্সটাইল, অগ্নি সিস্টেম, স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

কোম্পনিগুলোর মধ্যে মিথুন নিটিং আর তাল্লু স্পিনিংয়ের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৯ নভেম্বর রোববার। কোম্পানি দুইটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

আর বাকী কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী  ১৬ নভেম্বর,বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর, রোববার ।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.